Translate

Thursday, 6 April 2023

*গানের কথা* _(সাহিত্য ও সংস্কৃতির মাসিক পত্রিকা)_ 📝ইদ সংখ্যা ২০২৩ || লেখা আহ্বান📚 *🏷গানের কথা* ফি বারের মতো এবারও সম্পূর্ণ বিনামূল্যে প্রকাশ করতে চলেছে ইদ সংখ্যা। 🏷প্রতি সংখ্যার মতো এটি পিডিএফ ও মুদ্রণ দুই সংস্করণেই পাওয়া যাবে। 🏷এই সংখ্যার বিনিময় মূল্য : শুধুমাত্র ভালবাসা। *☯️বিভাগ সমূহঃ—* ◼️গান : লাইন সংখ্যা ১২ ◼️ছড়া : লাইন সংখ্যা ০৮ ◼️কবিতা : লাইন সংখ্যা ১২ ◼️অণুগল্প : শব্দ সংখ্যা ২০০ ◼️নিবন্ধ : শব্দ সংখ্যা ২৫০ ◼️পত্রিকা/গ্রন্থ পর্যালোচনা : ১৫০ শব্দ *📢নিয়মাবলিঃ—* 📣 📌যে-কোনো বিষয়ে লেখা পাঠানো যাবে, তবে ইদ বিষয়ক হলে ভাল হয়। 📌লেখা সরাসরি বাংলা ভাষায় টাইপ করে পাঠাতে হবে। 📌লেখার ওপরে বা মেইলে পাঠালে সাবজেক্টে অবশ্যই- *গানের কথা, ইদ সংখ্যা (বিভাগ)* উল্লেখ করবেন। 📌লেখার নিচে ডাকযোগ ঠিকানা ও একটি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে। 📌১২ এপ্রিল পর্যন্ত লেখা দিতে পারবেন। 📌পত্রিকা এপ্রিলের শেষে বা মে মাসের শুরুর দিকে প্রকাশ পাবে। 📌লেখা মনোনীত হলে জানানো হবে। তবে প্রাপ্তি স্বীকার করা হবে না। *📱লেখা পাঠানোর জন্যঃ—* 🪀 হোয়াটস্অ্যাপ : +৯১ ৯৬৪১২১০৯২১ 📧 বৈ-ডাক : ganerkotha.magazine@gmail.com

No comments:

Post a Comment

একক বই প্রকাশ