গানের কথা (পত্রিকা)
Translate
Tuesday, 15 July 2025
🗞️📰 দীপ্ত বাংলা 📚📕
ভিন্ন স্বাদের বই প্রকাশ
🥳 মাত্র ₹৯৮৭/- টাকায় একক বই প্রকাশ করুন
বড়ো বড়ো বইয়ের যেমন গড়ন, তেমনই খরচ—প্রকাশনায়ও থাকে বড়সড় ব্যয়। অথচ অনেক লেখাই পাঠকের হাতে পৌঁছায় না শুধুমাত্র এই খরচের জন্য। আমরা পাড়াগাঁয়ের ছোট্ট উদ্যোগ থেকে চেষ্টা করছি বই ও পাঠকের জন্য ভিন্ন স্বাদের কিছু করার। ন্যূনতম খরচে কবি-লেখকদের হাতে তুলে দিতে চাই সামান্য উপহার। যাঁদের লেখা অনেক কিন্তু বই প্রকাশ করতে পারেন না তাঁদের জন্যও এটি বিশেষ সুযোগ। একটা বই না হয় চটি পুস্তিকা ধরনের হোক—পাঠকের জন্যও তা হবে সহজলভ্য, পকেট-ফ্রেন্ডলি মূল্যে।
📜সহযাত্রার সৌজন্যবিধি ও নীতিমালাঃ—📚
📌 বই ই-বুক (অনলাইন) ও মুদ্রণ (অফলাইন) দুই সংস্করণেই পাওয়া যাবে ও প্রচারিত হবে।📌 প্রত্যেক কবি/লেখক ১০ কপি বই পাবেন (প্রয়োজনে অতিরিক্ত কপি নিতে পারবেন ৫০% ছাড়ে/অর্ধ মূল্যে)।
📌 বইয়ের পৃষ্ঠা সংখ্যা হবে ২০ (প্রয়োজনে পৃষ্ঠা বাড়ানো যাবে, সেক্ষেত্রে সামান্য খরচ বাড়বে)।
📌 প্রকাশনীর তরফ থেকে প্রচ্ছদ তৈরি করে দেওয়া হবে (কবি/লেখক নিজেও প্রচ্ছদ দিতে পারবেন)।
📌 ল্যামিনেশনসহ পেপার-ব্যাক বইয়ের কভার।
📌 ২২০ gsm পুরু glossy মার্বেল রঙিন কাগজে কভার প্রিন্ট।
📌 অভ্যন্তরীণ পাতা সাদাকালো ৭০-৭৫ gsm পুরু।
📌 প্রত্যেক কবি/লেখকের জন্য থাকবে ‘সম্মাননা সনদ’।
📌 আধুনিক বানানবিধি মেনে বইয়ের প্রুফরিডিং ও সম্পাদনা।
📌 প্রত্যেক বইতে প্রকাশনী থেকে একটি ইউনিক Book Code দেওয়া হবে (ISBN নম্বর নিলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে)।
🔊 দ্রুত পাণ্ডুলিপি পাঠান। এই সুযোগ শুধু প্রথম ৫০ জনকেই দেওয়া হবে। 📢
🪀📱📧 যোগাযোগ করুনঃ—
8670737011 (WhatsApp & Call)
বৈ-ডাক : diptabangla2022@gmail.com
📍দপ্তরঃ ব্রহ্মোত্তর, (তালেব মৌলবি পাড়া), ছোট সুজাপুর, মালদহ, ডাক সূচক সংখ্যা- ৭৩২২০৬
Thursday, 4 July 2024
🗞️📰 দীপ্ত বাংলা 📚📕
ভিন্ন স্বাদের বই প্রকাশ
🥳 মাত্র ₹৮৭৭/- টাকায় একক বই প্রকাশ করুন।
এতদিন বড় বড় শহর থেকে বই প্রকাশ করেছেন। আমরা পাড়াগাঁয়ের ছোট্ট প্রতিষ্ঠান চেষ্টা করছি বই ও পাঠকের জন্য ভিন্ন স্বাদের কিছু করার। ন্যূনতম খরছে কবি/লেখককে দিতে চাইছি সামান্য কিছু উপহার। যাঁদের লেখা অনেক কিন্তু বই প্রকাশ করতে পারেন না তাঁদের জন্যও এটি বিশেষ সুযোগ। একটা বই না হয় চটি পুস্তিকা ধরনের হোক। পাঠকের জন্যও তা হবে পকেট ফ্রেন্ডলি মূল্যে।
📜 বই প্রকাশের নিয়মাবলিঃ—📚
📌 বই ই-বুক (pdf) ও মুদ্রণ দুই সংস্করণেই প্রচারিত হবে।
📌 বই অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে পাওয়া যাবে।
📌 কবি/লেখক ১৫টি বই পাবেন। (প্রয়োজনে অতিরিক্ত কপি নিতে পারবেন ৫০% ছাড়ে/অর্ধ মূল্যে)
📌 বইতে সর্বোচ্চ ২০টি কবিতা থাকবে। (গল্প-প্রবন্ধের ক্ষেত্রে লেখার আকারের ওপর নির্ভরশীল)
📌 বইয়ের পৃষ্ঠা সংখ্যা হবে ২০। (প্রয়োজনে পৃষ্ঠা বাড়ানো যাবে, সেক্ষেত্রে সামান্য খরচ বাড়বে)
📌 বইয়ের কভার হবে পেপার-ব্যাক।
📌 ল্যামিনেশন সহ ২০০ gsm পুরু glossy মার্বেল রঙিন কভার।
📌 অভ্যন্তরীণ পাতা ৭০-৭৫ gsm পুরু।
📌 প্রকাশনীর তরফ থেকে মুদ্রিত ‘সম্মাননা সনদ’ প্রদান।
📌 বইয়ের প্রুফরিডিং ও সম্পাদনা করবে ‘বাংলা বানান’।
🔊 দ্রুত পাণ্ডুলিপি পাঠান। এই সুযোগ শুধু প্রথম ৫০ জনকেই দেওয়া হবে। 📢
🪀📱📧 যোগাযোগ করুনঃ—
8670737011 (WhatsApp & Call)
বৈ-ডাক : diptabangla2022@gmail.com
📍 দপ্তরঃ ব্রহ্মোত্তর, (তালেব মৌলবি পাড়া), ছোট সুজাপুর, মালদহ- ৭৩২২০৬
Monday, 1 July 2024
উৎসব সংখ্যা ২০২৪ || লেখা আহ্বান
গানের কথা
(সাহিত্য ও সংস্কৃতির মাসিক পত্রিকা)
📝 উৎসব সংখ্যা ২০২৪ || লেখা আহ্বান 📚
গানের কথা প্রতিবারই সম্পূর্ণ বিনামূল্যে ইদ সংখ্যা প্রকাশ করে, কিন্তু এবার অনিবার্য কারণে ইদ সংখ্যা প্রকাশ সম্ভব হয়নি তাই আপনাদের সহযোগিতায় শারদ উৎসবের প্রাক্কালে সম্পূর্ণ বিনামূল্যে ‘উৎসব সংখ্যা’ প্রকাশ পেতে চলেছে। প্রতি সংখ্যার মতো এটি পিডিএফ ও মুদ্রণ দুই সংস্করণেই পাওয়া যাবে। লেখা দিতে কোনো টাকা দিতে হবে না বা কোনো সদস্যপদ গ্রহণ করতে হবে না। বাংলাদেশ ও ভারত দুই দেশ থেকেই লেখা পাঠাতে পারবেন, তাই বিলম্ব না করে এক্ষুনি লেখা পাঠিয়ে দিন নিচের ঠিকানায়।
☯ বিভাগ সমূহঃ—
◼️গান : লাইন সংখ্যা ১২
◼️ছড়া : লাইন সংখ্যা ০৮
◼️কবিতা : লাইন সংখ্যা ১২
◼️অণুগল্প : শব্দ সংখ্যা ২০০
◼️নিবন্ধ : শব্দ সংখ্যা ২৫০
◼️পত্রিকা/গ্রন্থ পর্যালোচনা : ১৫০ শব্দ
☯ নিয়মাবলিঃ—
📌যে-কোনো বিষয়ে লেখা পাঠানো যাবে, তবে উৎসব বিষয়ক হলে ভাল হয়।
📌লেখা সরাসরি বাংলা ভাষায় টাইপ করে পাঠাতে হবে।
📌লেখার উপরে বা মেইলে পাঠালে সাবজেক্টে অবশ্যই- *গানের কথা, উৎসব সংখ্যা (বিভাগ)* উল্লেখ করবেন।
📌লেখার নিচে ডাকযোগ ঠিকানা ও ফোন নম্বর লিখে পাঠাবেন।
📌২২ জুলাই পর্যন্ত লেখা দিতে পারবেন।
📌পত্রিকা আগস্টের শেষে বা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে প্রকাশ পাবে।
📌লেখা মনোনীত হলে জানানো হবে তবে প্রাপ্তি স্বীকার করা হবে না।
📌পত্রিকা হাতে হাতে সংগ্রহযোগ্য তবে ডাকযোগে নিলে প্রাপককেই ডাক খরচ বহন করতে হবে।
📱লেখা পাঠানোর জন্যঃ—
🪀 হোয়াটস্অ্যাপ : +91 9641210921
📧 বৈ-ডাক : ganerkotha.magazine@gmail.com
Friday, 24 November 2023
Tuesday, 4 July 2023
#গানের_কথা #ইদ_সংখ্যা_২০২৩ প্রকাশিত হল গানের কথা ইদুল-আযহা সংখ্যা। প্রতিবারের মতো এবারের ইদ সংখ্যাটিরও কোনো বিনিময় মূল্য রাখা হয়নি। গানের কথার সকল কবি, লেখক, পাঠক, সমালোচকদের বিনামূল্যে দেওয়া হবে। তবে ডাকযোগে নিতে হলে ডাকযোগ খরচ প্রাপককেই বহন করতে হবে। সুজাপুর (মালদা), জালালপুর (মালদা), বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর), যাদবপুর (কলকাতা) —এই সমস্ত যায়গা থেকে হাতে-হাতে সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ৯৬৪১২১০৯২১
Sunday, 2 July 2023
https://drive.google.com/file/d/1VV1rt0gK0fwN1Gjgh4UZHnLtzhNfCK9-/view?usp=sharing
এবারের ইদ সংখ্যাটি পড়তে উপরের লিঙ্কটিতে ক্লিক করুন। 👆
Saturday, 20 May 2023
-
এবারের ইদ সংখ্যাটি পড়তে উপরের লিঙ্কটিতে ক্লিক করুন। 👆
-
🗞️📰 দীপ্ত বাংলা 📚📕 ভিন্ন স্বাদের বই প্রকাশ 🥳 মাত্র ₹৮৭৭/- টাকায় একক বই প্রকাশ করুন। এতদিন বড় বড় শহর থেকে বই প্রকাশ করেছেন। আমরা ...